খেলা
টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশ বাংলাদেশ
‘লজ্জা’ শব্দটার বিশেষণ আর কতভাবে বাংলাদেশ ক্রিকেটে যুক্ত হতে পারে সেটাই এখন বরং নতুন করে ভাবা যেতে পারে। বাংলাদেশের ক্রিকেটে টি-টোয়েন্টি ফরম্যাট খুব একটা আপন ছিল না কখনোই। তবু, আজ কিছুটা সেই মেজাজের ব্যাটিং দেখা গেল। হায়দরাবাদে রান তাড়ায় ১০ ওভার শেষে বাংলাদেশের রান ছিল ৩ উইকেটে ৯৪।
ওভার প্রতি ৯.৪ করে তুলেছে বাংলাদেশে। আগের দুই ম্যাচ তো বটেই, সাম্প্রতিক টি-টোয়েন্টি ফর্মের হিসেবে এই রান বেশ ভালোই। কিন্তু যেখানে প্রতিপক্ষ ভারত তুলেছে ২৯৭ রান, গড়েছে এক ডজন রেকর্ড। সেখানে ১০ ওভারে ৯৪ খুব ভালো কিছু না।
আগের দুই ম্যাচে বাংলাদেশ আটকে ছিল বরাবরের মতো সেই ১৩০ এর ঘরেই। এদিন লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়দের কল্যাণে সেটা টেনে নেয়া গেল ১৬৪ রান পর্যন্ত। কিন্তু তাতে লাভ হলো না, বরং নিজেদের ইতিহাসে রানের বিবেচনায় সবচেয়ে বড় হার দেখল টাইগাররা। বাংলাদেশ সিরিজের তৃতীয় ম্যাচ হারল ১৩৩ রানের বড় ব্যবধানে।