বিনোদন

বাবা-মা আমাকে সংসারী দেখতে চান: শাকিব

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। ব্যক্তি জীবনে দুইবার বিয়ে করেছিলেন তিনি। অপু বিশ্বাস ও শবনম বুবলীর চ্যাপ্টার অনেক আগেই ক্লোজ করেছেন শাকিব খান। এই নায়ক একাধিকবার জানিয়েছেন, অপু-বুবলী দুজনেই তার জীবনে অতীত। তবে দুই সন্তানের প্রতি বরাবরই শাকিব পিতা হিসেবে দায়িত্ববান।
এদিকে, কয়েকমাস ধরে শোনা যাচ্ছি, তৃতীয় কাউকে বিয়ে করবেন এই সুপারস্টার। এমনই খবর প্রকাশিত হয় দেশের বিভিন্ন গণমাধ্যমের। সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে শাকিব খান তার বিয়ে নিয়ে খোলামেলা কথা বলেছেন।
বর্তমানে সিঙ্গেল ‘ফাদার’ বলা যায় শাকিব খানকে। তার জীবনে অপু-বুবলী, দু’জনেই এখন অতীত। যদিও নায়কের দুই সংসারে দুইটি সন্তান রয়েছে।
তবে শাকিব খানের পরিবার চাচ্ছে, তাদের সন্তান আবারও বিয়ে করে সংসারী হোক। সম্প্রতি আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটিই জানিয়েছেন শাকিব খান।
যেখানে নিজের তৃতীয় বিয়ে প্রসঙ্গেও কথা বলেছেন নায়ক। শাকিব বলেন, ‘মানুষ একা থাকতে পারে না। পরিবার এবং সমাজ নিয়ে বেঁচে থাকে। দেখা যাক, কোনও তাড়াহুড়ো নেই যে নির্দিষ্ট কোনও বছরের মধ্যে বিয়ে করতে হবে। যদি তেমন কিছু হয়, সেটা পারিবারিকভাবে হবে এবং বিয়ের পর্যায়ে যাবে।’
এসময় বাবা-মায়ের ইচ্ছের কথা উল্লেখ করে নায়ক বলেন, ‘আমার বাবা-মায়ের যেহেতু বয়স হয়েছে সন্তান হিসেবে তারা আমাকে সংসারী দেখতে চান।’
ওই সাক্ষাৎকারে নিজের দুই সন্তান প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘ওরা এখনো অনেক ছোট। বুঝতে শেখেনি। স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে। বাবা হিসেবে আমি ওদের উজ্জ্বল ভবিষ্যৎ চাই। আমি চাই ওরা আমার চেয়েও অনেক বড় হোক। ওদের সুন্দর ভবিষ্যৎ দেয়ার জন্য যা যা করতে হয় বাবা হিসেবে আমি করে যাবো।’

Related Articles

Leave a Reply

Back to top button