আন্তর্জাতিক
কড়া হুঁশিয়ারি দিলো পাকিস্তান
পাকিস্তানের করাচিতে জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে গত রবিবার রাতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে অন্তত তিনজন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুইজনই চীনা নাগরিক। এছাড়া বিস্ফোরণে আহত হয়েছে চীনা নাগরিকসহ ডজন খানেক।
জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই হামলার বিরুদ্ধে কড়া হুঁশিয়ার বার্তা দিয়েছে পাকিস্তান। চীনা নাগরিকদের বহনকারী কনভয়ে হামলায় জড়িতদের ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার করেছে দেশটি।
রবিবার রাত আনুমানিক ১১টায় জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এক ট্রাফিক সিগন্যালে এই হামলা হয়। এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে। সেইসঙ্গে হতাহতদের পরিবারের প্রতি শোক জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহতরা দ্রুত যেন সুস্থ হয়ে উঠেন তার প্রার্থনা করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসবাদের এই জঘন্য কাজ শুধু পাকিস্তান নয়, পাকিস্তান-চীনের স্থায়ী বন্ধুত্বের ওপরও আক্রমণ। হামলার নিন্দা জানিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, এই নৃশংস ঘটনার অপরাধীরা পাকিস্তানি হতে পারে না বরং তারা পাকিস্তানের শপথকারী শত্রু।
সোশ্যাল মিডিয়া এক্সে তিনি বলেন, অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে তাৎক্ষণিক তদন্ত চলছে।