জাতীয়

এবার সমুদ্রপথে হজ্বে যেতে পারবেন বাংলাদেশিরা

বাংলাদেশিদের সমুদ্রপথে হজ্বে যেতে সম্মতি দিয়েছে সৌদি আরব। সৌদি আরবের জেদ্দায় হজ্ব ও উমরাহ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা  ড. আ ফ ম খালিদ হোসেন এবং সৌদি হজ্ব ও উমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক ফাউযান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এ কথা জানান।
সোমবার (৭ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্রপথে হজ্বযাত্রী প্রেরণের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী জানান, সমুদ্র পথে বাংলাদেশ থেকে হজ্বযাত্রী প্রেরণে সৌদি সরকারের কোনো আপত্তি নেই। তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন আছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে।
উল্লেখ্য, এ বছর পরীক্ষামূলক পানিপথে জাহাজযোগে দুই-তিন হাজার হজ্বযাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তা-ভাবনা করছে।

Related Articles

Leave a Reply

Back to top button