আন্তর্জাতিক

লেবাননে হিজবুল্লাহর ৪৪০ যোদ্ধা নিহত

লেবাননে ইসরায়েলের চলমান স্থল অভিযানে হিজবুল্লাহর ৪৪০ জন যোদ্ধা নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এদের মধ্যে ৩০ জন কমান্ডার রয়েছেন বলে জানান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি।
শনিবার (৫ অক্টোবর) রাতে এক প্রদিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।
প্রদিবেদনে ড্যানিয়েল হাগারি বলেছেন, গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০ জন কমান্ডার রয়েছে।
তবে হিজবুল্লাহ তাদের কতজন সদস্য নিহত হয়েছে তা জানায়নি।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একটি হিসেবে বর্ণনা করেছেন।
ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অস্ত্রাগারের একটি বড় অংশ ধ্বংস করতে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ তার শহর ও নাগরিকদের ওপর এ ধরনের হামলা মেনে নেবে না এবং ইসরায়েলও তা মেনে নেবে না। ইসরায়েলের দায়িত্ব এবং অধিকার আছে আত্মরক্ষা করার। এই হামলার জবাব আমরা দেবো।

Related Articles

Leave a Reply

Back to top button