জাতীয়

রাজশাহী-৩ আসনের সাবেক সাংসদ সদস্য গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)

আজ রোববার (৬ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেন র‍্যাব’র আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক আনম ইমরান খান।

তিনি বলেন, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমনের ঘটনায় দায়েরকৃত এক মামলায় আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আসাদকে রাজধানীর বারিধারা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে রাজশাহীর বোয়ালিয়া থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।

Related Articles

Leave a Reply

Back to top button