আন্তর্জাতিক

২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় লেবাননে নিহত ৩৭

লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। দেশটির এ হামলায় গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৭ জন প্রাণ হারিয়েছেন। আহত দেড়শতাধিক। বৈরুত, বালবেক, সিদন, ত্রিপলিসহ লেবাননজুড়ে প্রায় সব কটি অঞ্চলেই হচ্ছে ব্যাপক বোমাবর্ষণ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) নতুন করে দেশটির অন্তত ২০টি শহর খালি করার নির্দেশ দেয়া হয়েছে বাসিন্দাদের। আশঙ্কা করা হচ্ছে, আরও ভয়াবহ হামলার পরিকল্পনা আছে নেতানিয়াহু প্রশাসনের। খবর সিএনএনের।
এর আগে, গত সোমবার (৩০ সেপ্টেম্বর) লেবাননে বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। একদিন পরই দেশটিতে স্থল অভিযানে নামে সেনারা। তবে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ’র প্রতিরোধে স্থল অভিযানে খুব একটা সুবিধা করতে না পেরে বৃহস্পতিবার তা স্থগিত করার সিদ্ধান্ত নেয় নেতানিয়াহু প্রশাসন।

Related Articles

Leave a Reply

Back to top button