জাতীয়
আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল হককে
আরেক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো আনিসুল হককেরাজধানীর বাড্ডা থানায় করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে নতুন করে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (০৩ অক্টোবর) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে।
আল আমিন হোসেন নামে এক ব্যক্তিকে হত্যায় বাড্ডা থানার করা মামলায় আনিসুল হককে গ্রেফতারের আবেদন করে পুলিশ। আবেদনের সময় আসামিপক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে গ্রেফতার আবেদন মঞ্জুর করেন বিচারক।
গত ৫ আগস্ট হাসিনা সরকারের পদত্যাগে আনন্দমিছিলে অংশগ্রহণ করেছিলেন আল আমিন। এসময় বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তিনি।
১৩ আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার করা হয়। নিউমার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে (২৪) হত্যার অভিযোগে করা মামলায় পরদিন ১৪ আগস্ট তাদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ। এরপর থেকে তাদের একিাধিক মামলায় গ্রেফতার দেখানো হচ্ছে।