জাতীয়
ডেঙ্গুতে মৃত্যু ৫, হাসপাতালে ১১৫২ জন
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ সময় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও এক হাজার ১৫২ জন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচজন। এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও এক হাজার ১৫২ জন।
আজ সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৬৩ জন। তাদের মধ্যে ৮০ জন পুরুষ ও ৮৩ জন নারী। মোট আক্রান্ত হয়েছেন ৩০ হাজার ৯৩৮ জন।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় মারা যাওয়া পাঁচজনের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী। ২৪ ঘণ্টায় ৯৮২ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলেও এতে জানানো হয়।