খেলা

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

কানপুর টেস্টে বৃষ্টির আভাস ছিল আগেই। সেই শঙ্কাই হলো সত্যি। আগের রাতে বৃষ্টির কারণে গ্রিন পার্কের আউটফিল্ড ছিল ভেজা। যার ফলে নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ম্যাচ। প্রায় এক ঘণ্টা পর মাঠে গড়াচ্ছে খেলা। সিরিজ বাঁচানোর এই ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্কে মাঠ ভেজা থাকায় পিছিয়ে যায় খেলা। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
এমনিতেই চেন্নাইয়ে হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে অনেকখানি পিছিয়ে গেছে তারা। কানপুরে হারলে আরও পিছিয়ে যেতে হবে। তাই জয়ের বিকল্প নেই চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের সামনে।
চেন্নাই টেস্টে বড় হারে মানসিকভাবে অনেকটাই পিছিয়ে বাংলাদেশ। এরপরও কানপুর টেস্ট বাংলাদেশের জন্য হতে পারে ঐতিহাসিক। কেননা এই ম্যাচেই শেষবারের মতো সাদা পোশাকে দেখা যেতে পারে অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

Related Articles

Leave a Reply

Back to top button