সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের ঈদগড়-ঈদগাঁও সড়কে অতিবৃষ্টির কারণে ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। এর ফলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনার আশংকা করছেন এলাকাবাসী।
ঈদগড়-ঈদগাঁও সড়কের ভোমরিয়াঘোনা ফরেষ্ট বিটের পুর্ব পাশে অতিবৃষ্টির কারণে সড়কের বড় অংশে ভাঙ্গনের সৃষ্টি হয়। ফলে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে।
জানা যায়, গত সপ্তাহে অতিবৃষ্টির কারণে পাহাড় থেকে নেমে আসা পানির স্রোতে সড়কের বড় অংশে ভাঙ্গণের সৃষ্টি হয়। ওই স্থানটি দ্রুত সংস্কার করা না হলে সড়কের বাকী অংশ নদী গর্ভে চলে যেতে পারে বলে সিএনজি সমিতির সভাপতি আব্দুস সালাম মাঝি দাবী করেছেন।
সড়কের ভাঙ্গা অংশের সামান্য পুর্ব পাশে প্রায় সময় ডাকাতি অপহরণের মত ঘটনা ঘটে থাকে। ওই স্থানে ডাকাতের ভয়ে চালকদের দ্রতগতিতে গাড়ি চালিয়ে চলে যেতে হয়। দ্রুত সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের জোর দাবী জানিয়েছে এলাকাবাসী।