বিনোদন

প্লাস্টিক সার্জারি নিয়ে যা বললেন পূজা চেরি

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকাই সিনেমার নায়িকা পূজা চেরির কিছু ছবি বেশ আলোড়ন তুলেছে। চেহারায় শিশুসুলভ ছাপটি আর নেই। একটি প্রসাধনী প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হিসেবে একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখানে পরিণত চেহারায় ক্যামেরা বন্দি হন তিনি।
এরপর থেকেই পূজার ছবিগুলো নিয়ে বেশ চর্চা চলছে। তার লাস্যময়ী রূপ যেমন আলোড়িত করছে নেটাগরিকদের। পাশাপাশি তাদের সন্দেহ প্লস্টিক সার্জারি করিয়েছেন নায়িকা। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
তার কথায়, ফেসবুকে মানুষের মন্তব্য দেখে আমি অবাক হয়েছি। আমি সার্জারি করিনি। কারণ, জেনেবুঝে কেন আমি নিজের ক্ষতি করব। এ কাজ কোনো দিনই করতে চাই না আমি।
এরপর বলেন, দিন, মাস, বছর যাচ্ছে, আমার চেহারার পরিবর্তন আসছে। ছোটবেলায় আমার ভরাট মুখমণ্ডল ছিল, এখন তো আর থাকবে না সেটি। ১৬-১৭ বছর বয়সে আমার চেহারায় বালিকা বালিকা যে ব্যাপারটা ছিল, এখন তো আর সেটি থাকার কথা নয়।

Related Articles

Leave a Reply

Back to top button