চট্রগ্রামজেলার খবর

নাগরিকদের সহজ ভূমি সেবা প্রদান করতে হবে: চট্টগ্রামে উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের ভূমি উপদেষ্টা এএফ হাসান আরিফ বলেছেন, প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে নাগরিকদের সহজ ভূমি সেবা প্রদান করতে হবে। সরকারি অফিস বিশেষ করে ভূমি অফিসগুলোতে নাগরিকগণ যেন হয়রানিমুক্ত ও সময় সাশ্রয়ী সেবা পায় সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখতে হবে। মানুষ কি চায়-তা বুঝতে হবে।

আজ সোমবার চট্টগ্রাম মহানগরের কাট্টলী সার্কেল ভূমি অফিস পরিদর্শন শেষে এসব নির্দেশনা দেন ভূমি উপদেষ্টা।

উল্লেখ্য, ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর উপদেষ্টার প্রথম কোনো এসি ল্যান্ড অফিস পরিদর্শন এটি।

পরিদর্শন শেষে ই-নামজারি কার্যক্রম শেষে একজন আবেদনকারীর হাতে তাৎক্ষণিক খতিয়ান তুলে দেন ভূমি উপদেষ্টা। হয়রানি মুক্তভাবে স্বল্প সময়ে নামজারি খতিয়ান হাতে পেয়ে উৎফুল্ল নামজারি আবেদনকারী নাজিম উদ্দিন সরকারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপদেষ্টা এ সময় কাট্টলী সার্কেলে চলমান ডিজিটাল সার্ভে কার্যক্রমের চট্টগ্রাম প্রান্তের ডাটা এন্ট্রি কার্যক্রম পরিদর্শন করেন। কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আরাফাত সিদ্দিকী ভূমি সেবায় উদ্ভাবনী উদ্যোগ স্মার্ট রেকর্ডরুম, স্মার্ট ল্যান্ড ম্যানেজমেন্ট কার্যক্রমের উদ্দেশ্য ও অগ্রগতি তুলে ধরেন।

অতিরিক্ত সচিব জিয়া উদ্দীন আহমেদ এনডিসি, বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানমসহ ভূমি মন্ত্রণালয়, ভূমি ব্যবস্থা অটোমেশন প্রকল্প, ইডিএলএমএস প্রকল্প, জরিপ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button