আদালতজেলার খবর

সিরাজগঞ্জে হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাই হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সেসঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।’

আজ সোমবার (৯ সেপ্টেম্বর’) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এম আলী আহমেদ এই রায় প্রদান করেন।

এই আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম ও অতিরিক্ত পিপি জেবু ন্নেছা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃত্যু দণ্ডপ্রাপ্তরা হলেন, চৌহালী উপজেলার কোদালিয়া উত্তরপাড়া গ্রামের আব্দুর রশিদ মাষ্টারের ছেলে নাছির উদ্দিন (৪০) ও সহিদুল ইসলাম সাচ্চা (৫০) একই গ্রামের মৃত সমেশ আলী ছেলে মো. ইসরাফিল হোসেন (৬৫)।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন, অতিরিক্ত পি.পি জেবুন নেছা জেব্রা রহমান এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডঃ সৈয়দ মোঃ আব্দুল মতিন।’

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, চৌহালী উপজেলার চর কোদালিয়া গ্রামে ১৫ শতাংশ জমি নিয়ে আন্তাব আলীর (নিহতদের বাবা) সঙ্গে আসামী নাছিরের বিরোধ চলে আসছিলো। ঘটনার ২০-২৫ দিন পূর্বে আসামী সহিদুল ইসলাম সাচ্চা আন্তাব আলীর জমির উপর দিয়ে তৈরি করা পানির ড্রেন কোদাল দিয়ে কেটে ফেলে। খবর পেয়ে আন্তাব আলী ও তার দুই ছেলে কাউছার ও মিল্টনকে সঙ্গে নিয়ে আসামী সহিদুল ইসলাম সাচ্ছাকে ড্রেন কাটার কারণ জিজ্ঞাসা করায় তাদের মধ্যে তর্কবিতর্ক ও কথা কাটাকাটি হয়। এ সময় আসামী সহিদুল ইসলাম সাচ্চা তাকে হুমকি দেন।’

২০১৮ সালের ৭ ডিসেম্বর বিকেলে কাউছার চৌহালী উপজেলার পূর্ব কোদালিয়া উত্তর পাড়া গ্রামে মামা আলী আকবরের বাড়ীতে বেড়াতে যায়। তখন আসামী নাছির উদ্দিন কাউছারকে দেখে বাঁশের লাঠি নিয়ে মারার জন্য ধাওয়া করলে সে দৌড়ে মামার বাড়িতে আশ্রয় নেয়। ঘটনাটি কাউছার মোবাইল ফোনে তার ভাই মিল্টনকে জানায়। মিল্টন তার বাবা-মা কে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসলে আসামীরা লাঠি সোটা, ধারালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা করে।

হামলায় কাউছার ও মিল্টন গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে কাউছার ও মিল্টন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় নিহতদের মা মোছাঃ হায়াতুন নেছা বাদী হয়ে চৌহালী থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা চলাকালে ১৬ জন সাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ করে আদালত। স্বাক্ষ্য প্রমাণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন জনকে মৃত্যুদণ্ড প্রদান করে বিচারক। মামলার আসামী ও নিহতেরা চাচাতো মামা ভাগ্নে। রায় ঘোষণা করে আসামীদের কারাগারে প্রেরণ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button