খাগড়াছড়িতে বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে ড্রেন নির্মাণ
বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি:
বৈদ্যুতিক খুঁটি না সরিয়ে খাগড়াছড়ি শহীদ কাদের সড়কে পৌর এলাকায় চলছে ড্রেন নির্মাণ কাজ। খোঁড়াখুড়িতে অনেক জায়গায় মাটি সরে গিয়ে হেলে পড়েছে বিদ্যুতের দুইটি খুঁটি।
কিছু জায়গায় ঝুলে আছে সংযোগ তার। দ্রুত ব্যবস্থা না নিলে যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের দুর্ঘটনা।
রোববার রাত ৯টা দিকে দেখা যায়, শহরের শহীদ কাদের সড়কে এলাকায় চলমান ড্রেনের কাজের কারণে দুইটি খুঁটি হেলে পড়েছে।
পৃথক হয়ে যাচ্ছে মাটি থেকে। ঝুলে আছে বৈদ্যুতিক তারগুলো। যে কারণে প্রধান সড়কে চলাচলরত যানবাহন ও সাধারণ পথচারীরা দুর্ঘটনার শিকার হতে পারে বলে মর্মে আশঙ্কা করা হচ্ছে।
খাগড়াছড়ি পৌরসভার প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, এ বিষয়ে বিদ্যুতের নির্বাহী প্রকৌশলী সাথে কথা হয়েছে। উনি সকালে কাজ করবে। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।