চৌহালীতে আট দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্রছাত্রীদের র্যালী অনুষ্ঠিত
সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের চৌহালীতে আট দফা দাবীতে বৈষম্যবিরোধী ছাত্র-ছাত্রীদের র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে চৌহালী এসবিএম স্কুল থেকে শুরু করে বেবিস্ট্যান্ড হয়ে ইউএনও কার্যালয় সামনে র্যালিটি এসে শেষ হয়ে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ আয়োজনে ফারিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (সিভিল) ২য় বর্ষের ছাত্র আল আমিন, সরকারি মাওলানা মোহাম্মদ আলী কলেজ অনার্স ৩য় বর্ষের গণিত বিভাগের ছাত্র আজিজুল হক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র সারোয়ার রাব্বি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাস্টার্স (সিএসই) বিভাগের ছাত্র শহিদুল ইসলাম, চৌহালী সরকারি কলেজের ডিগ্রি ২য় বর্ষের ছাত্র তামিম হোসেন, ইঞ্জিনিয়ার ইন্সটিটিউট অফ বাংলাদেশ এর (সিভিল ইঞ্জিনিয়ার) ১ম বর্ষের রেজাউল করিম,চৌহালী সরকারি কলেজের ইন্টার ২য় বর্ষের ছাত্র মো. নাঈম, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু তালহা সহ এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা এতে অংশ নেয়।
ছাত্র-ছাত্রীদের আট দফা দাবীগুলো হলো:
* প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে খুলতে হবে ও বন্ধ করতে হবে এবং স্বচ্ছ রুটিন অনুসারে ক্লাস গুলো পরিচালনা করতে হবে।’
* শিক্ষক মন্ডলীকে বিদ্যালয়ে উপস্থিত থাকে হবে এবং শিক্ষার্থীদের উপস্থিত নিশ্চিত করতে হবে।
* ভর্তি,রেজিট্রেশন, ফর্মফিলাপ বাবদ শিক্ষাবোর্ড কর্তৃক নির্ধারিত মূল্যে কার্যক্রম গুলো নিশ্চিত করতে হবে এবং বিনামূল্যে সনদপত্র দিতে হবে।
* শিক্ষা প্রতিষ্ঠানে ল্যাব রুম, নোটিশবোর্ড,কম্পিউটার ল্যাব, ক্যান্টিন,কমনরুম এবং নামাজের রুম এর ব্যাবস্থা করতে হবে।
* আওয়ামী লীগ সরকার থাকাকালীন যদি কোনো শিক্ষক বহিষ্কৃত হয়ে থাকে তা পরিপূর্ণ ভাবে যাচাই বাছাই করে কোনো ভুল পাওয়া না গেলে তাহলে তাকে পুনর্বহাল করতে হবে এবং কেউ অনিয়ম করে ঊর্ধ্বেতম পদে বসে থাকলে তাকে স্বেচ্ছায় পদত্যাগ করে যথা স্থানে যেতে হবে।
* প্রতিষ্ঠান উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ কৃত টাকার স্বচ্ছ হিসাব থাকতে হবে।
* প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ সেমিস্টার পরীক্ষার ফি যথাসম্ভব কমাতে হবে এবং টাকার বিনিময়ে প্রাকটিক্যাল পরীক্ষার নম্বর দেওয়া বন্ধ করতে হবে ।
* যেসকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা আছে নিবন্ধন কৃত শিক্ষক আসার পূর্বেই বিকল্প ভাবে শিক্ষক স্বল্পতা দূর করতে হবে।
র্যালী শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শওকত মেহেদী সেতু’র আশ্বাসে ছাত্র-ছাত্রীরা ফিরে যায়।’