জাতীয়

বন্যাদুর্গত এলাকা ফেনীর দুর্গাপুর পরিদর্শন করেছেন বিমান বাহিনী প্রধান

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন ফেনী জেলার দুর্গাপুরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেছেন।

আজ শনিবার পরিদর্শন কালে তিনি ফেনী জেলার দুর্গাপুর এবং তৎসংলগ্ন এলাকায় বিমান বাহিনীর বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিচালিত মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন এবং বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এছাড়াও, ঢাকা বি এ এফ শাহীন কলেজের শিক্ষার্থীদের পক্ষ থেকে বন্যা দুর্গত মানুষের জন্য ত্রাণ সামগ্রী বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এয়ারভাইস মার্শাল মোঃ শরীফ উদ্দীন সরকারের কাছে হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ বিমান বাহিনী বন্যা দুর্গত এলাকায় অব্যাহত ভাবে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। এছাড়াও বিমান বাহিনী কর্তৃক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।
এ সময় তিনি উদ্ধার, ত্রাণ সরবরাহ ও চিকিৎসা কার্যক্রমে নিয়োজিত বিমান বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।

পরিদর্শনকালে বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button