বিনোদনসাহিত্য ও বিনোদন

আহত সালমান খান, বন্ধ ‘সিকান্দর’ সিনেমার শুটিং

বলিউডের ভাইজান সালমান খান পাঁজরে ব্যথা পেয়েছেন। চিকিৎসাধীন থাকা সত্ত্বেও তিনি অনুষ্ঠানে অংশ নিয়েছেন। জানা গেছে, ভাইজানের সেরে উঠতে বিশ্রামের প্রয়োজন হওয়ায় তার পরবর্তী ছবি ‘সিকান্দর’-এর শুটিংও বন্ধ করে দেয়া হয়েছে। খবর: হিন্দুস্তান টাইমস।

সম্প্রতি মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন গণেশ চতুর্থীর আগে বলিউডের ভাইজান সালমান খান। সুপারস্টার তার ভক্তদেরকে একটু অন্যরকম গণেশ (পরিবেশ বান্ধব) বাড়িতে আনার জন্য অনুরোধও করেছিলেন। ২০০৯ সালের ছবি ‘ওয়ান্টেড’-এর বিখ্যাত ট্র্যাক ‘জলওয়া’-তেও নাচলেন সালমান।

প্রিয় অভিনেতার চোটের খবর ছড়িয়ে পড়ার পর অনেক ভক্ত সালমানের দ্রুত আরোগ্য কামনা করছেন।

বিষয়টি জানার পর অনেক ভক্ত সলমানের দ্রুত আরোগ্য কামনা করছেন। সালমানের নাচ দেখে ভক্তেরা অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন এবং কেউ কেউ তাকে ‘আহত সিংহ’ বলেও অভিহিত করেছেন।

সালমানের কাজের প্রশংসা করে একজন ভক্ত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আহত সিংহের গর্জন খুবই বিপজ্জনক। একটি ফ্যান পেজ থেকে লেখা হয়েছে, ‘এইমাত্র শুনেছি আমাদের প্রিয় সালমান খান ভালো নেই। এবং এই কারণে তার ছবি সিকান্দর-এর শুটিংও বন্ধ হয়ে গিয়েছে। এটা শুনে খুবই দুঃখিত।’

সালমান তার লাখও ভক্তের কাছে সবসময়ই অনুপ্রেরণা। শীঘ্রই ‘সিকান্দর’ ছবি দিয়ে কামব্যাক করবেন তিনি। আপাতত শুটিং বন্ধ রয়েছে। যেখানে তার সঙ্গে রয়েছেন রাশমিকা মন্দানা।

Related Articles

Leave a Reply

Back to top button