রাজনীতি
রাষ্ট্রের সংস্কার করে সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবেন: জামায়াত আমীর
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেন, বর্তমান সরকারকে জনগণই বসিয়েছে। তাদের মূল কাজ হচ্ছে, রাষ্ট্রের যে বিশাল ক্ষতিসাধন করা হয়েছে তার সংস্কার করা। রাষ্ট্রের যেসকল জায়গায় ক্ষতি করা হয়েছে, দ্রুত সময়ের মধ্যে তারা এগুলোর পুনর্বিন্যাস করবেন। নির্বাচনের জন্য একটা অনূকূল পরিবেশ তৈরি করবেন।
তিনি আরও বলেন, যখনই অনূকূল পরিবেশ তৈরি হয়ে যাবে, তখন একটি গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারা আবার নিজ নিজ জায়গায় চলে যাবেন। আমরা সেই দিনের অপেক্ষায় আছি। আমরা তাদেরকে সঙ্গত সময় দেওয়ার পক্ষে। এই কাজগুলো করার জন্য যতটুকু মিনিমাম সময় দেওয়ার প্রয়োজন আমরা সেটা দিবো। আমরা এ কথা বারবার বলেছি।
শুক্রবার (৩০ আগস্ট) বিকালে সম্মিলিত পেশাজীবি পরিষদ ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে আয়োজিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আমাদের আকাশ এখনও কালো মেঘমুক্ত হয়নি। এখনো বাংলাদেশের আকাশে শকুনের নজর রয়েছে। আমাদেরকে এখনো আত্মতৃপ্তিতে ভোগার সুযোগ নেই। বাংলাদেশের মানুষকে হয়তো এখনো অনেক ত্যাগ স্বীকার করতে হবে।
তিনি আরও বলেন, সামাজিক সু বিচার থেকে বাংলাদেশের মানুষ একেবারেই বঞ্চিত। শুধু হাইকোর্ট, সুপ্রিমকোর্ট দিয়ে সুবিচার প্রতিষ্ঠা হবে না। প্রত্যেকটা পরিবার থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত সুবিচার কায়েম করবো। এই সুবিচার কায়েম না করতে পারলে স্বাধীনতা বারবার অর্জন করলেও তার সাদ উপভোগ করা আমাদের পক্ষে সম্ভব হবে না। এখন সুবিচার প্রতিষ্ঠা করা এই জাতির দায়িত্ব।
জামায়াতের আমীর বলেন, শেখ হাসিনা সরকার বিচারের নামে প্রহসন করেছে। দেশের বরেণ্য ব্যক্তিদেরকে ধরে ধরে ফাঁসি দিয়েছে। আমাদের শতশত ভাইদেরকে হত্যা করেছে। তারা জনগণের উপর স্ট্রিম রোলার চালিয়েছে। তারা রাষ্ট্রযন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। জামায়াত ইসলামীসহ অন্যান্য বিরোধী দলগুলোকে আঘাত করা হয়েছে।
তিনি বলেন, জামায়াতের নেতাকর্মীদের বাড়িতে তারা বুলডোজার চালিয়েছে। তারা জামায়াত ইসলামকে নিষিদ্ধ করেছে। ছাত্রশিবিরকেও নিষিদ্ধ করেছে। তারা ছাত্র সমাজের আন্দোলনকে ব্যর্থ করার অনেক অপকৌশল চালিয়েছে। কিন্তু, জামায়াত তাদের পাতানো ফাঁদে পা দেয়নি। এই বিজয় এখন যে সমস্ত ভাইয়েরা আন্দোলন করতে গিয়ে মারা গেছেন, আহত হয়েছেন তাদের আমানত।
পেশাজীবি পরিষদ ঢাকা মহানগর উত্তরের আহবায়ক ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার সভাপতিত্বে সুধী সমাবেশে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর উত্তরের আমীর মো. সেলিম উদ্দীন, আবাসন খাতের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউসিং এসোশিয়েসন বাংলাদেশের (রিহ্যাব) ডিরেক্টর ওবায়দুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট তাহা মোল্লা, কৃষিবিদ প্রফেসর আব্দুল হান্নানসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।