জাতীয়লিড স্টোরি
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ (৩০ আগস্ট)। সারা পৃথিবীতে গুমের শিকার ব্যক্তিদের স্মরণে দিবসটি পালিত হচ্ছে। ২০১০ সালের ডিসেম্বরে ‘ইন্টারন্যাশনাল কনভেনশন ফর প্রটেকশন অব অল পারসন্স এগেইনস্ট এনফোর্সড ডিসঅ্যাপিয়্যারেন্স’ সম্মেলনে যে আন্তর্জাতিক সনদ কার্যকর হয় তাতে ৩০ আগস্টকে আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস বলে ঘোষণা করা হয়। ইতোমধ্যে আন্তর্জাতিক ওই সনদে স্বাক্ষর করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস ওই সনদে স্বাক্ষর করেন।
এদিকে, গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল গতকাল বাণী ও বিবৃতি দিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে গুম প্রতিরোধে আইন করব। জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা আশা করি, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গুম হওয়া ব্যক্তিদের দ্রুত খুঁজে বের করে তাদের পরিবার-পরিজনদের কাছে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করবেন এবং গুমের সাথে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট গুম হওয়া মানুষগুলোকে স্মরণ এবং সেই সাথে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর জন্য দিবসটি পালন করা বিশ্বব্যাপী। গুমের শিকার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক নেতাকর্মীর পাশাপাশি আছেন সাধারণ লোকজনও। আওয়ামী লীগ সরকারের গত ১৫ বছরে দেশে অগণিত মানুষ গুমের শিকার হন। পরিস্থিতি এমন হয়েছিল মানুষ গুম হলে ভয়ে তার স্বজনরা মুখ খুলতেন না। এমন পরিস্থিতিও ঘটেছে। গুম হওয়া মানুষের স্বজনরা থানায় মামলা অথবা সাধারণ ডায়েরি করতে গেলে তা গ্রহণ না করে উল্টো মানুষকে ভয়ভীতি দেখিয়ে থানা থেকে তাড়িয়ে দেয়া হয়েছে। গুম হওয়া মানুষদের স্বজনরা তাদের দাবি নিয়ে রাস্তায় পর্যন্ত দাঁড়াতে পারেনি। অনেকে স্বজনের সন্ধান চাইতে গিয়ে গ্রেফতার হয়েছেন। জেল খেটেছেন।
এর মধ্যে অনেককেই বন্দী রাখা হয়েছিল আওয়ামী সরকারের আয়নাঘরে। যে ঘর থেকে মাঝে মধ্যে দু’একজন ছাড়া পেলেও আওয়ামী লীগ ক্ষমতায় থাকা পর্যন্ত তারা মুখ খোলেননি। এই গুম হওয়া ব্যক্তিদের মধ্যে সেনাকর্মকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষও রয়েছেন। হাসিনা পালানোর পর আয়নাঘর থেকে বেশ কয়েকজন ছাড়া পেয়েছেন। তারা বর্ণনা করেছেন দিনের পর দিন আটকে রেখে নির্মম নির্যাতনের কথা। ইলিয়াস আলীসহ গুম হওয়া অনেক রাজনৈতিক নেতার এখনো কোন্ধোন নেই। এই গুমের সাথে জড়িত ছিলেন সন্দেহে সাবেক সেনাকর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক নৌকর্মকর্তা সোহায়েলসহ অনেকেই ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু এখন পর্যন্ত ওই নিখোঁজ ব্যক্তিরা কোথায় আছেন, আদৌ বেঁচে আছেন কিনা তা জানা যায়নি।
এদিকে, দিবসটি উপলক্ষে গতকাল বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছে। গুম প্রতিরোধে আন্তর্জাতিক কনভেনশন অনুসারে আইন করা হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।