শিক্ষা

সরকারি চাকরি থেকে ২০ শিক্ষককে অব্যাহতি

বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২০ শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এদের সাতজন ব্যক্তিগত কারণে এবং ১৩ জনের অন্য জায়গায় চাকরি হওয়ায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতেই চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এক অফিস আদেশে এ তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ২২ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ওই অফিস আদেশে বলা হয়েছে, বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের আবেদনের পরিপ্রেক্ষিতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সুপারিশ অনুযায়ী এসব শিক্ষককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া শিক্ষকদের তালিকা দেখুন এখানে

এদিকে, শিক্ষকেরা স্বেচ্ছায় চাকরি থেকে অব্যাহতির আবেদন করায় চাকরির নির্দিষ্ট মেয়াদ পূর্ণ না হওয়ায় কোনো আর্থিক (পেনশন, আনুতোষিক) ও অনার্থিক সুযোগ-সুবিধা পাবেন না।

Related Articles

Leave a Reply

Back to top button