জাতীয়

ভারতীয় ভিসা কেন্দ্রের নিরাপত্তায় সেনা মোতায়েন

রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের নিরাপত্তায় সেনা মোতায়েন করা হয়েছে। সেখানে সেনাবাহিনীর একটি ইউনিট মোতায়েন করেছে সরকার।

ঢাকায় ভারতীয় হাইকমিশনের একটি সূত্র গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে।

গত সোমবার ভারতীয় ওই ভিসা আবেদন কেন্দ্রের ভেতরে বিক্ষোভ করেন একদল ব্যক্তি।

তাঁরা কেন্দ্রের কর্মকর্তা–কর্মচারীদের হুমকি দেন। এরপর এ ঘটনার পুনরাবৃত্তি রোধে সেখানে নিরাপত্তা বাড়ানোর জন্য সরকারকে অনুরোধ করে ভারতীয় হাইকমিশন। ওই ঘটনার পর গতকাল যমুনা ফিউচার পার্কে ওই ভিসা আবেদন কেন্দ্রের কার্যক্রম বন্ধ ছিল।

প্রসঙ্গত, ভিসার জন্য আবেদনকারীরা তাঁদের পাসপোর্ট ফেরত চেয়েছিলেন।

ফলে গত সোমবার যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে তাঁদের পাসপোর্ট ফেরত দেওয়া হচ্ছিল। কিন্তু পাসপোর্ট ফেরত নিতে গিয়ে হঠাৎ কিছু ব্যক্তি বিক্ষোভ শুরু করে। পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

Related Articles

Leave a Reply

Back to top button