রাজনীতি

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না: ফখরুল

বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না বলে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার (২৮ আগস্ট) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব বলেন তিনি। এসময় মির্জা ফখরুল বলেন, যাদের জনসমর্থন নেই, জনগণ যাদেরকে পছন্দ করে না, তাদের কথা কী আর বলবো! আমরা জনগণের ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি। আমরা তো নির্বাচন চাইবোই।

নির্বাচন ছাড়া তো অন্য রাজনীতি বিএনপি করবে না।

মির্জা ফখরুল আরও বলেন, জনগণের সমর্থন নিয়ে বিএনপি সংস্কার চায়। এমন কোনো বক্তব্য আমরা না দেই, যাতে জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়। এসময় জামায়াত-শিবিরের নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ফখরুল বলেন, আমরা কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই।

যারাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে তারা রাজনীতি করবে এটা তাদের অধিকার।

Related Articles

Leave a Reply

Back to top button