বিনোদন

নতুন সিরিজে ‘গেম অব থ্রোনস’ অভিনেত্রী

সুপারহিট সিরিজ ‘গেম অব থ্রোনস’ খ্যাত অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। সিরিজটিতে ডেনেরিস টারগারিয়ান চরিত্রে দেখা যায় তাকে। এবার স্পাই সিরিজ ‘পোনিস’-এ নতুন রূপে হাজির হতে যাচ্ছেন এমিলিয়া।

‘পোনিস’ সিরিজটির পটভূমি ১৯৭৭ সালের মস্কো।

এতে দুজন পোনি অজ্ঞাত পরিচয়ে মার্কিন দূতাবাসে কাজ করে। সে গল্প নিয়েই নির্মিত হচ্ছে এটি। সুজানা ফোগেল ও ডেভিড ইসেরসন পরিচালনা করবেন সিরিজটি। এতে কেন্দ্রিয় চরিত্রে থাকবেন এমিলিয়া।

সিরিজে এমিলিয়ার চরিত্রের নাম বে। সোভিয়েত রাশিয়ায় তার ও অন্য এজেন্টের স্বামী খুন হয়। সে সময় অন্য সহকর্মী টুইলার সঙ্গে মিলে বে কোল্ড ওয়ারের সময়কালে নানা প্রতিকূলতা পার করে হত্যার রহস্য উন্মোচন করতে চেষ্টা করে।

এমিলিয়া নিজে এ সিরিজের একজন এক্সিকিউটিভ প্রডিউসার হচ্ছেন বলেও জানা গেছে।

ওটিটি প্লাটফর্ম পিককে স্ট্রিম হবে ‘পোনিস’। এটি প্লাটফর্মটির এ বছর ঘোষণা দেয়া দ্বিতীয় স্পাই থ্রিলার।

সূত্র: ইয়ন

Related Articles

Leave a Reply

Back to top button