রাজনীতি

আওয়ামী সরকারের গঠন করা বিচার বিভাগীয় তদন্ত কমিশন বাতিল

আওয়ামী সময়ে করা ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড ও সহিংসতায় ক্ষয়ক্ষতি নিরূপণে করা বিচার বিভাগীয় তদন্ত কমিশন বাতিল করা হয়েছে।

বুধবার (২৮ জুলাই) কমিশন বাতিল করে গেজেট প্রকাশ করা হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করে তিন সদস্যের এই কমিশন বাতিল করা হয়।

গেজেটে উল্লেখ করা হয়, ‘কমিশন্স অব ইনকয়ারি অ্যাক্ট, ১৯৫৬’ অনুযায়ী গত ১ আগস্ট গঠন করা তিন সদস্যর তদন্ত কমিশন বাতিল করা হলো।

ওই কমিশনের প্রধান ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান। সদস্য হিসেবে ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মোহাম্মদ শওকত আলী চৌধুরী।

উল্লেখ্য, গত জুলাইয়ে দেশব্যাপী ছাত্র-জনতার আন্দোলনে হতাহতের ঘটনা ঘটে। এ ঘটনায় কমিশন গঠন করা হয়।

কমিশনকে গত ১৬ থেকে ২১ জুলাই পর্যন্ত নিহত ব্যক্তিদের মৃত্যুর কারণ উদঘাটন ও তাদের মৃত্যুর জন্য দায়ী ব্যক্তি এবং এ সময়ে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য বলা হয়। একইসাথে বিভিন্ন প্রতিষ্ঠানে সম্পত্তির ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের দায়িত্বও দেওয়া হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button