২১ ঘণ্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে
দীর্ঘ ২১ ঘণ্টা পর গাজী টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানাটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল কর্মীরা। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার (২৫ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে স্থানীয় সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর মালিকানাধীন গাজী টায়ার কারখানার ছয়তলা ভবনে আগুন লাগে।
লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে ডাম্পিংয়ের কাজ চলছে। এরপর ভেতরে কেউ আছে কি না, তা দেখা হবে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তারা তদন্ত করে প্রতিবেদন দিলে বিষয়টি আরও পরিষ্কার হবে।’
রেজাউল করিম আরও জানান, রোববার রাতে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। তবে যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে একটু সময় লাগে। তারপর তারা অগ্নিনির্বাপনে কাজ শুরু করেন। তবে আগুন নিয়ন্ত্রণে এসেছে। আর ছড়াবে না। যেহেতু টায়ার তৈরির কাঁচামাল ও রাসায়নিক অত্যন্ত দাহ্য, সেই কারণে আগুন নেভাতে অনেক বেগ পেতে হয়েছে।
নিখোঁজদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে আগুন নেভানো। আগুন না নেভানো পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। ভিকটিম লিস্টের দায়িত্ব স্থানীয় প্রশাসন ও পুলিশের। আমাদের প্রাথমিক দায়িত্ব আগুন নির্বাপণ করা। তা না হলে ভেতরে কোনো ভিকটিম থাকলেও আমরা তাদের উদ্ধার করতে পারবো না। সেজন্য আমাদের এখন কোনো ভিকটিম লিস্টের দিকে নজর নেই।
তিনি আরও বলেন, আমরা গত রাত থেকে সকাল পর্যন্ত ১৪ জনকে উদ্ধার করে তাদের স্বজনের কাছে পাঠিয়ে দিয়েছি। যাদের সামান্য ইনজুরি ছিল, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি। এছাড়া এ ঘটনায় তদন্ত কমিটি হবে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।