পাকিস্তানে বাস থেকে নামিয়ে ২৩ যাত্রীকে হত্যা
পাকিস্তানে বাস থেকে নামিয়ে ২৩ জন যাত্রীকে গুলি করে হত্যা করেছে বন্দুকধারীরা। বেলুচিস্তানের পাশে মুসাখাইল জেলায় আজ সোমবার (২৬ আগস্ট) সকালের দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, হত্যার আগে তাদের পরিচয় যাচাই করা হয়।
পাকিস্তানি সংবাধ্যম দ্য ডন তাদের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
মুসাখাইল জেলার সহকারী পুলিশ কমিশনার নাজীব কাকার জানান, বন্দুকধারীরা রারাশাম এলাকার আন্তঃপ্রাদেশিক সড়ক অবরোধ করে বিভিন্ন বাস থেকে যাত্রীদের নামিয়ে গুলি করে। নিহতদের বেশিরভাগই পাঞ্জাবের বাসিন্দা ছিলেন।
তিনি আরও জানান, বন্দুকধারীরা ১০টা গাড়িতে গুলি করে। পুলিশ এবং লেভিস অফিসাররা ঘটনাস্থলে পৌঁছে লাশগুলো হাসপাতালে নিয়ে এসেছে।
নিহতদের মধ্যে তিনজন বেলুচিস্তানের আর বাকি সবাই পাঞ্জাবের বাসিন্দা।
নাজীব কাকার জানান, গাড়িগুলো পাঞ্জাবের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে গাড়ি থামিয়ে সবার পরিচয়পত্র দেখে গুলি করা হয়।
তবে কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে এখন পর্যন্ত জানা যায়নি। ধারণা করা হচ্ছে, এটা জাতিগত দাঙ্গার কারণে হতে পারে।