পরিবেশ রক্ষায় ফুটপাত ভেঙে ফেলছেন বেলজিয়াম এবং ফ্রান্সের বাসিন্দারা
প্রকৃতির দিনের পর দিন দূষিত হচ্ছে। জলবায়ুর জন্য লড়ছেন সারা বিশ্বের মানুষ। পরিবেশ দূষণ রুখতে মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। এরই প্রমাণ পাওয়া গেলো বেলজিয়াম ও ফ্রান্সে।
সূত্র, হ্যালো ম্যাগাজিন।
এই দুই দেশেরই অনেক অঞ্চলের বাসিন্দারা শহরাঞ্চলের রাস্তার দু’দিকে গড়ে তোলা কংক্রিটের ফুটপাত ভেঙে ফেলছেন । এর পরিবর্তে সেখানে পথচারীদের চলাচলের জায়গা ছেড়ে রাস্তার দুদিকে গাছ লাগাচ্ছেন । তাদের বক্তব্য যতো গাছ হবে ততো পরিবেশ রক্ষা হবে।
বাসিন্দাদের কথায়, প্রকৃতি বাঁচলে তবে তো আমরা বাঁচব! তাই প্রকৃতিকে রক্ষা করতেই ফুটপাত ভেঙে ফেলার উদ্যোগ।
বাসিন্দাদের এই কর্মকাণ্ডের একটি ভিডিও সম্প্রতি সমাজ মাধ্যমে পোস্ট করেছেন স্যাম বেন্টলি নামে এক পরিবেশ প্রেমী। পরিবেশ সচেতনতার ওই ভিডিও ইতিমধ্যে ভাইরাল।
ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে, বাসিন্দারা বলছেন,যত বেশি গাছ থাকবে তত মাটির শক্তি বৃদ্ধি হবে। তাতে একদিকে যেমন ভারী বৃষ্টিতেও বন্যা রোধ করা যাবে তেমনই তাপদাহের হাত থেকেও রক্ষা পাওয়া যাবে। বাঁচবে বন্যপ্রাণ। তাতে শহুরে পরিবেশের মানসিক স্বাস্থ্যও উন্নত হবে।