অন্যান্য খবররাজনীতি
দোহারে সালমান এফ রহমানকে প্রধান আসামি করে মামলা
সহিংসতার ঘটনায় ঢাকার দোহারে ১৭৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে মামলা হয়েছে। রোববার (২৫ আগস্ট) দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারুন অর রশিদ।
তিনি জানান, দোহারের বিলাসপুর ইউনিয়নের রামনাথপুর গ্রামের মৃত কাদের মাঝির ছেলে মো. শাহজাহান মাঝি বাদি হয়ে হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দোহার থানায় মামলাটি দায়ের করেন।
ওই মামলায় ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য সালমান এফ রহমানকে প্রধান আসামি করে ১৭৪ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এছাড়া অজ্ঞাত আরও ২০০/২৫০ জনকে মামলায় আসামি করা হয়েছে।