সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
চকরিয়া লামা-আলীকদম সড়কে মারাত্মকভাবে জিপ (চাঁদের গাড়ীর) গাড়ির দুর্ঘটনায় ঘটেছে। এতে চালকসহ কমপক্ষে ১৫ জন ব্যাক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করেন স্থানীয়রা।
আহতরা হলেন, আলীকদমের বাসিন্দা বেলাল উদ্দিনের স্ত্রী হাসিনা আকতার (৩৬),নুরুল হোসনের মেয়ে তানজিল আক্তার( ২০), জাফর আলমের ছেলে পুতু (৩০)। এরমধ্যে পুতুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসককেরা চট্রগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত বাকীদের নাম পাওয়া যায়নি। এর মধ্যে বেশ কয়জনের অবস্থা আশংকা জনক রয়েছে বলে জানা গেছে।
আজ সোমরার ২৬আগস্ট বিকাল সাড়ে চারটার দিকে চকরিয়া লামা-আলীকদম সড়কের পাঁচ মাইল নামকস্থানে এই ঘটনাটি ঘটে। এক্সিডেন্টের বিষয়টি নিশ্চিত করেছেন লামা ফায়ার সার্ভিস আফিস।
প্রত্যক্ষদর্শি ও পুলিশ নিউজ নাউ বাংলা’কে মোটো ফোনে জানান, জীপ (শর্টবডি) গাড়ীটি ঘটনাস্থলে পৌঁছালে আলিকদম থেকে আসা বাসকে ওভারটেক করার সময় সাইট নিতে গিয়ে অতিরিক্ত গতি থাকার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ডিগবাজি খেয়ে দুর্ঘটনায় শিকার হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জীপ চাঁদের গাড়ীটি চকরিয়া হতে যাত্রীসহকারে আলীকদম যাচ্ছিলো বলে জানা গেছে।