রাজনীতি
আনসারদের হামলায় ঢামেকে ভর্তি ৫, চিকিৎসা নিয়েছেন ৬০ জন
গতকাল সচিবালয়ে আনসার সদস্যদের হামলায় আহত ৬০ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এরমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ গুরুতর আহত ৫ জনকে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।
সোমবার (২৬ আগস্ট) দুপুরে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি জানান, হাসনাত আবদুল্লাহর শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো তবে অবজারভেশনে রাখা হয়েছে। ২ জনের মাথায় রক্তক্ষরণ হয়েছে তাদের সার্জারি করতে হবে।
এদিকে আনসার সদস্যদের হামলায় ছয় সেনাসদস্য আহত হয়েছেন। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এরপর থেকে সচিবালয় এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এবং সচিবালয়ের সকল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।