সাকিবের পাশে দাঁড়ালেন শরিফুল, রুবেল, সাব্বিররা
সাকিব আল হাসানের নামে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে গত বৃহস্পতিবার। সেখানে তাকে বলা হয়েছে হুকুমের আসামী, তিনি আছেন এই তালিকায় ২৮ নম্বরে।
মামলার কারণে পাকিস্তানে খেলতে বাংলাদেশ দলে থাকা সাকিবকে দল থেকে অপসারণ করতে লিগ্যাল নোটিশও পাঠানো হয়েছে।
এমন পরিস্থিতিতে অবশ্য সাকিব পাশে পাচ্ছেন তার সাবেক-বর্তমান সতীর্থদের। রুবেল হোসেন লিখেছেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সবচাইতে অভাগা একজন রাজনীতিবিদ যার ৬/৭ মাস রাজনীতির ক্যারিয়ারে পাঁচ মাসের মতই ছিলেন দেশের বাইরে। আপনি সংসদ সদস্য হয়ে কিছু পাওয়ার চেয়ে হারিয়েছেন অনেক কিছু। বাংলাদেশের সমস্ত ক্রিকেটার আপনার পাশে আছে, সাকিব ক্রিকেটেই সুন্দর রাজনীতিতে নয়।’
পেসার শরিফুল ইসলাম সাকিবের সাথে দুটি ছবি শেয়ার করেছেন। ক্যাপশনে লিখেছেন, ‘সবসময়ই ভালবাসার আরেক নাম সাকিব আল হাসান আছে থাকবে।’
ব্যাটার সাব্বির রহমান লিখেছেন, ‘সাকিব আল হাসান। যার জন্য বিশ্ব ক্রিকেট বাংলাদেশকে চেনে। শ্রদ্ধা ভালোবাসা থাকবে সব সময়।’