অর্থ বাণিজ্য

বন্যার্তদের আরও সাহায্যের আহ্বান জানিয়েছেন এফবিসিসিআই সভাপতি

ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মাহবুবুল আলম দেশের কয়েকটি জেলায় চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের আরও বেশি সহায়তা দেওয়ার জন্য ব্যবসায়ী সম্প্রদায় ও শিল্পগোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশের শীর্ষ বাণিজ্য সংস্থার প্রধান দেশের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ন্যূনতম মুনাফায় চিড়া, মুড়ি, গুড়, চিনি, শুকনো খাবার, ওষুধ, স্যালাইন, শিশুখাদ্য, বিশুদ্ধ পানি এবং এই ধরনের পরিস্থিতিতে অন্যান্য প্রয়োজনীয় আইটেমগুলো বিক্রি করার আহ্বান জানান।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

উল্লেখ্য, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ফেনীসহ কয়েকটি জেলায় অতিবৃষ্টি ও উজান থেকে আসা পানির প্রবাহে ভয়াবহ বন্যা চলছে।

ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী সমাজ, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষ বিভিন্ন ত্রাণ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে ।

Related Articles

Leave a Reply

Back to top button