ফারুক আহমেদই হলেন বিসিবির নতুন প্রেসিডেন্ট
এক যুগের দায়িত্ব পালন শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়লেন নাজমুল হাসান পাপন। তার জায়গায় নতুন বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদকে।
আজ বুধবার (২১ আগস্ট) সচিবালয়ে বসে বিসিবির জরুরি সভা। যেখানে ভার্চুয়ালি যুক্ত হন সরকার পতনের পর থেকেই লাপাত্তা পাপন।
অনলাইনেই পদত্যাগের ঘোষণা দেন তিনি, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। পরে তার জায়গায় জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক ফারুককে নতুন বিসিবি প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়।
বিসিবির পরিচালনা পর্ষদে এসেছে আরও একটি পরিবর্তন। যুক্ত হয়েছে প্রবীণ ও অভিজ্ঞ কোচ নাজমূল আবেদীন ফাহিম।
ফারুকের মতো তিনিও এনএসসি থেকে মনোনীত হয়েছে। আর তাদের জায়গা করে দিতে বাদ পড়েছেন সাবেক ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনূস এবং আহমেদ সাজ্জাদুল আলম ববি।