একাত্তর টেলিভিশনের বহিষ্কৃত দুই সাংবাদিক দম্পত্তি আটক
বেসরকারি স্যাটেলাইট টিভি স্টেশন একাত্তর টেলিভিশনের দুই বহিঃষ্কৃত সাংবাদিক দম্পত্তি হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপনডেন্ট ফারজানা রুপাকে আটক করা হয়েছে।
আজ বুধবার সকালে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।
জানা গেছে, এক কন্যাসহ স্বপরিবারে তারা আজ সকাল ৬ টায় ইস্তাম্বুল হয়ে ফ্রান্সের উদ্দেশ্যে টার্কিশ এয়ারলাইনস (TK-713) যোগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার চেষ্টা করছিলেন।
তবে শাহবাগ থানায় মামলা থাকার কারণে তাদের বহির্গমণ ছাড়পত্র দেয়নি পুলিশের স্পেশাল ব্রাঞ্চ।
এয়ারপোর্ট থেকে পরে তাদের, জিজ্ঞেসাবাদের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে নেয়া হয়েছে।
এর আগে, গত ৮ আগস্ট শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে অব্যাহতি দেয় কর্তৃপক্ষ।
শাকিল আহমেদ ও ফারজানা রুপাকে পাঠানো নোটিশে বলা হয়, ‘একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা ও সিদ্ধান্ত অনুযায়ী চাকুরী হতে সাময়িক অব্যাহতি দেয়া হলো। এই আদেশ ৮ আগস্ট ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।’