রাজনীতি
শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে আহ্বান মির্জা ফখরুলের
আইনানুগভাবে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন পর্যন্ত সরকারের কাজ প্রশংসনীয়।
মঙ্গলবার (২০ আগস্ট) রাজধানীর শেরেবাংলানগরে জিয়াউর রহমানের সমাধিতে বিএনপির স্হায়ী কমিটির নতুন দুই সদস্যকে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব।
পরে তিনি বলেন, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে গণতন্ত্রের প্রতি অঙ্গীকার রাখেনি ভারত।
দেশটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে যড়যন্ত্র করছে শেখ হাসিনা।
এসময় বিএনপির স্হায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বলেন, দেশে যাতে আর মানবাধিকার লঙ্ঘিত না হয় সেবিষয়ে কাজ করতে হবে।
এছাড়া ডা: এজেডএম জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়া বিমান ভ্রমণ করার মতো অবস্থায় আছে কীনা, সেটা চিকিৎসকদের কাছ থেকে অনুমতি নিয়ে তারপর বিদেশে নেয়ার সিদ্ধান্ত হবে।