সাদ্দাম হোসাইন, কক্সবাজার প্রতিনিধি:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টার একান্ত সচিব হলেন চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ছাদেক আহমদ।
এর আগে, তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিবের দায়িত্বে ছিলেন। সেখান থেকে তিনি উপ-সচিব থেকে সদ্য যুগ্ম সচিব পদে পদোন্নতি প্রাপ্ত হন। বিগত সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত বিভিন্ন দক্ষ ক্যাডারদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক পদোন্নতি দান প্রক্রিয়ার তিনি প্রথম পর্যায়ে যুগ্ম সচিব হিসেবে পদোন্নতি পান।
ছাদেক আহমদ বাংলাদেশ সিভিল সার্ভিস (প্রশাসন) ক্যাডারের ২২তম ব্যাচের সদস্য, কক্সবাজার জেলার প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান কক্সবাজার সরকারি কলেজ, হারবাং ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী।
উল্লেখ্য, ২০০৩ সালে কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে তার কর্মজীবন শুরু বিভিন্ন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন শেষে বাণিজ্য মন্ত্রণালয় ও শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রণালয় ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে উপ-সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
এরপর রোববার (১৮ আগস্ট) পদোন্নতি পেয়ে যুগ্ম সচিব হন। বর্তমানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেনের একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন। জনপ্রশাসন বিভাগে সততা ও নিষ্ঠাবান কর্মকর্তা হিসেবে তার সুনাম রয়েছে। তিনি ঢাকাস্থ চকরিয়া-পেকুয়া সমিতির বর্তমান সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন।