বশির আল মামুন, চট্টগ্রাম:
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করা হয়েছে। তাঁর স্থলে প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয় বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামকে।
আজ সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়। একই প্রজ্ঞাপনে চট্টগ্রামসহ মোট ১২টি সিটি করপোরেশনের মেয়রদেরকেও অপসারণ করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) প্রয়োগ করে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় কশিনারকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ (ক) এর উপ-ধারা (৩) অনুযায়ী মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন তিনি। নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে তিনি ওই দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক ‘দায়িত্ব ভাতা’ পাবেন।
এছাড়া, অন্য কোনো আর্থিক বা অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন না।