জাতীয়
সাবেক ডিএমপি কমিশনার ও এসবি প্রধানকে বাধ্যতামূলক অবসর
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান ও পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।
আজ মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিগুলোতে বলা হয়, ঢাকার পুলিশ অধিদফতরে সংযুক্ত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক হাবিবুর রহমান ও অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (গ্রেড-১) মো. মনিরুল ইসলামকে সরকারি চাকরি আইন ২০১৮ সালের ৫৭ নং আইনের ৪৫ ধারা অনুযায়ী চাকরি থেকে অবসর প্রধান করা হলো। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।