ট্রাম্পের সাক্ষাৎকার নেবেন ইলন মাস্ক
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাৎকার নেবেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) রাত ৮টায় (বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টায়) এক্সে সাক্ষাৎকারটি ট্রাম্পের অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে সরাসরি সম্প্রচারিত হবে।
রোববার (১১ আগস্ট) ইলন মাস্ক এক্স পোস্টের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় সোমবার (১২ আগস্ট) রাত ৮টায় তিনি ডোনাল্ড ট্রাম্পের একটি সাক্ষাৎকার নেবেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচারণা এক প্রকার থমকে আছে।
ধারণা করা হচ্ছে, ইলন মাস্কের নেয়া এই সাক্ষাৎকারটি দেশটির প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চলমান উত্তপ্ত প্রচারণায় ঘি ঢালবে। এমনকি এর মধ্য দিয়ে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্পের চাঙা নির্বাচনী প্রচারণাকে চাঙা করতেও সহায়তা করবে।