অন্যান্য খবর

ইমনের হাফসেঞ্চুরিতে মেলবোর্নকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

পারভেজ হোসেন ইমনের হাফসেঞ্চুরিতে মেলবোর্ন রেনেগাদসকে ৭৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ এইচপি দল। টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে এটা বাংলাদেশের প্রথম ম্যাচ।

ডারউইনে শুরুতে ব্যাট করে ৬ উইকেটে ১৭০ রান করে বাংলাদেশ এইচপি দল। জবাবে রিপন মণ্ডলদের তোপে মাত্র ৯৩ রানে অলআউট হয়ে যায় মেলবোর্ন। ইমন ৪৯ বলে করেন ৬৯ রান। রিপন ও রাকিবুল হাান নেন ৩টি করে উইকেট। ২ উইকেট করে পান আবু হায়দার ও আলিস ইসলাম।

ইমন বাদে শামিম হোসেন ২৫, আকবর আলী ২১, তানজিদ হাসান ১৭ ও আবু হায়দার ১৩ রান করেন। মেলবোর্নের হয়ে ৩ উইকেট নেন ম্যাট হ্যানিং। টাইলার পিয়ারসন ২ ও হ্যারি ডিক্সন ১ উইকেট পান।

এরপর মেলবোর্ন ব্যাটারদের তোপের মুখে ফেলেন বাংলাদেশের বোলাররা। ৩ উইকেট নিতে মাত্র ১২ রান খরচ করেন রিপন। আবু হায়দারও ১২ রান খরচ করেন ২ উইকেটের বিনিময়ে।

Related Articles

Leave a Reply

Back to top button