খেলা

বাফুফে ছাড়লেন সালাম মুর্শেদী

বিভিন্ন সময় বিতর্ক ও সমালোচনার মুখে পড়লেও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ আঁকড়ে ছিলেন আবদুস সালাম মুর্শেদী।

তবে বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে বাফুফে থেকে পদত্যাগের কথা জানান তিনি। সাবেক এই তারকা ফুটবলার বিদায়ী আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য ছিলেন।

২০০৮ সাল থেকে তিনি বাফুফের এই গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব পালন করে আসছিলেন। সিনিয়র সহ-সভাপতির পাশাপাশি তিনি বাফুফের ফিন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন।

গত মে মাসে দুর্নীতি ও অনিয়মের দায়ে বাফুফের পাঁচ কর্মকর্তাকে বড়সড় শাস্তি দেয় ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এদের মধ্যে একজন ছিলেন সালাম মুর্শেদী। তাকে ফিফা  ১৩ লাখ টাকা জরিমানা করেছিল।

Related Articles

Leave a Reply

Back to top button