আজও ঢাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন শিক্ষার্থীরা
শিক্ষার্থীরা থেমে নেই এখনো। এতদিন ধরে আন্দোলন করার পরও ক্লান্ত নয় তারা। এখন তারাই দেশের রাস্তা পরিষ্কার করছে এবং ট্রাফিক কন্ট্রোল করছে।
শেখ হাসিনার সরকার পতনের পর ভেঙে পড়েছে পুলিশের চেইন অব কমান্ড। সরকার পদত্যাগকে ঘিরে আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় কর্মবিরতিতে রয়েছে পুলিশ প্রশাসন। এমন অবস্থায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ট্রাফিক নিয়ন্ত্রণ ও যানজট নিরসনে কাজ করছেন তারা।
বুধবার (৭ আগস্ট) রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার ইসিবি চত্বর, মিরপুরের কালসী মৌচাক, শান্তিনগর, রামপুরার সড়কগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।
সরেজমিনে দেখা গেছে, ট্রাফিক পুলিশের ভূমিকায় সাধারণ শিক্ষার্থীরা রয়েছেন। এক বাইকে তিনজনকে দেখলে শাস্তির আওতায় আনা হচ্ছে। শাস্তি হিসেবে জরিমানা হচ্ছে ১০ মিনিট করে দাঁড়িয়ে থাকতে হবে। সে যতো জরুরী কাজই আপনার থাকুক। হেলমেট ছাড়া মোটরসাইকেলে গেলেও আটকানো হচ্ছে। মোটরসাইকেলের লাইনে মোটরসাইকেল , রিক্সার লাইনের রিক্সা, বাসের লাইনে বাস যাওয়ার রাস্তা দেখাচ্ছে তারা। যাত্রী ছাউনি ছাড়া এদিক সেদিক বাস থামতে পারবে না। মিডিয়ার গাড়ি হলেও রং সাইডে যাওয়া যাবে না। তাহলেই জরিমানা দশ মিনিট দাঁড়িয়ে থাকার শাস্তি ।আপনি যেই হন না কেনো, ফুটওভারের উপর দিয়ে যেতে হবে।
এছাড়াও ঝাড়ু ও পানি নিয়ে রাস্তাও পরিষ্কার করছে শিক্ষার্থীরা।
সে ক্ষেত্রে একজন শিক্ষার্থী জানালেন আমরা চাই পুলিশের অনুপস্থিতিতে রাস্তায় যেন কোনো ভোগান্তি না সৃষ্টি হয়।