অর্থ বাণিজ্যপুঁজিবাজার

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে ইউনিক হোটেলের এমডির বৈঠক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট পিএলসি এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও বায়রার সাবেক সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যবসায়ী মোহাম্মদ নূর আলী মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক করেছেন।

সোমবার (২৯ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ নূর আলী।

এ সময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন মোহাম্মদ নূর আলী।

মোহাম্মদ নূর আলীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বায়রার বর্তমান সহসভাপতি নোমান চৌধুরী, সাবেক মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান, যুগ্মমহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম, বায়রার সদস্য জামিল হোসাইন ও মাহবুবুল করিম সিদ্দিকী জাফর।

বৈঠক শেষে মো. নুর আলীর নেতৃত্বাধীন বিশেষ দলকে নিয়ে মধ্যাহ্নভোজ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীম।

Related Articles

Leave a Reply

Back to top button