অন্যান্য খবরজাতীয়
বেনজীরের অস্বাভাবিক লেনদেনের প্রমাণ মিলেছে: দুদক
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের অগ্রগতি প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (২৮ জুলাই) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও কাজী এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চে এ প্রতিবেদন জমা দেয়া হয়।
তিনি বলেন, অস্বাভাবিক লেনদেনের বিষয়টি দুদকের অনুসন্ধানকারী দল খতিয়ে দেখছে। পাশাপাশি দেশের বাহিরে আরও কিছু রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।