কোটা আন্দোলনের সহিংসতায় প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিচার বিভাগীয় তদন্ত দাবি
সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ১৪টি জাতীয়ভিত্তিক সাংস্কৃতিক ফেডারেশন এক যৌথ বিবৃতিতে, সাম্প্রতিক কোটা আন্দোলনকে ঘিরে প্রাণহানির ঘটনা এবং অগ্নিসংযোগ ও রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে।
আজ রোববার এক বিবৃতিতে এ দাবি জানানো হয়েছে।
বিবৃতিতে নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে মহামান্য হাইকোর্টের রায় এবং সেই মোতাবেক সরকারি পরিপত্র জারির ফলে আন্দোলনের মূল দাবি বাস্তবায়িত হওয়ায় সন্তোষ প্রকাশ করে অন্যান্য দাবি বাস্তবায়নে সকল পক্ষকে আন্তরিকতা ও আলাপ-আলোচনার পথে অগ্রসর হওয়ার আহ্বান জানানো হয়।
এছাড়াও বিবৃতিতে কোটা আন্দোলনের সুযোগে একটি বিশেষ মহল সুপরিকল্পিতভাবে নাশকতা ও অগ্নিসংযোগের মাধ্যমে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করে দেশকে অকার্যকর করার যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে তাতে গভীর উদ্বেগ প্রকাশ করে এ সমস্ত কর্মকাণ্ড প্রতিরোধে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
বিবৃতিদাতা সংগঠনগুলো হলো:
সম্মিলিত সাংস্কৃতিক জোট
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান
জাতীয় কবিতা পরিষদ
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ
বাংলাদেশ পথনাটক পরিষদ
বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ
বাংলাদেশ চারুশিল্পী সংসদ
বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ
বাংলাদেশ অভিনয় শিল্পী সংঘ
বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ
বাংলাদেশ গ্রাম থিয়েটার
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট
আইটিআই বাংলাদেশ কেন্দ্র।