খেলা
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে টাইগার্সকে জেতালেন সাকিব
রোববার (২৮ জুলাই) বল হাতে ম্যাচজয়ী পারফরম্যান্স উপহার দিলেন সাকিব আল হাসান। কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে ভ্যানকুভার নাইটসের বিপক্ষে শুরুতে ব্যাট হাতে ব্যর্থ হন সাকিব। ৪ বল খেলে মাত্র ২ রান করে আউট হন তিনি। তবে ইফতিখার আহমেদের ফিফটি ও হজরতউল্লাহ জাজাইদের ব্যাটে ভর করে ৭ উইকেটে ১৫২ রান করে বাংলা টাইগার্স। ইফতিখার ৫০ ও জাজাই ৩৩ রান করেন।
জবাবে ৬ উইকেটে ১৩০ রান করতে সক্ষম হয় ভ্যানকুভার। দলের হয়ে সর্বোচ্চ ৭৯ রান করেন হার্শ ঠাকের। ২৯ রান আসে ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাট থেকে। সাকিব ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ৩ উইকেট। বাকিদের মধ্যে ডেভিড ভিসে, শরিফুল ইসলাম ও গুরপাল সিধু একটি করে উইকেট পান। ম্যাচসেরা হন ইফতিখার।