অন্যান্য খবরজাতীয়

কারফিউ উঠবে কিনা, সিদ্ধান্ত আজ

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পরিপ্রেক্ষিতে দেওয়া কারফিউ শুক্রবারে পর থেকে তুলে নেয়া হতে পারে। খুলে দেওয়া হতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানও। তবে তার আগে শুক্রবার কী হবে, তা পর্যবেক্ষণ করবে সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বৈঠক সূত্রে জানা গেছে, আজ শুক্রবার অপ্রীতিকর ঘটনা না ঘটলে দেশের অধিকাংশ এলাকা থেকে কারফিউ তুলে নেয়া হতে পারে। আজ ঢাকায় মোতায়েন থাকবে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকে জেলা প্রশাসকদের তৈরি করা প্রতিবেদন নিয়েও আলোচনা হয় বলে জানা গেছে। জেলার পরিস্থিতি মূল্যায়ন করে প্রাথমিক বিদ্যালয়গুলো খুলে দেওয়া হতে পারে।
বৈঠক শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সাংবাদিকদের বলেন, এখনকার পরিস্থিতি বিশ্ববিদ্যালয়গুলো চালুর জন্য অনুকূল নয়। এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষ করা অগ্রাধিকার পাবে।

Related Articles

Leave a Reply

Back to top button