আন্তর্জাতিক

সর্বশেষ জরিপে এগিয়ে কমলা হ্যারিস

এবারের যুক্তরাষ্টের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদন্দ্বী প্রার্থীদের নিয়ে চালানো সর্বশেষ জরিপে দেখা গেছে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। রয়টার্স/ইপসোসের চালানো জরিপে দেখা গেছে এমন তথ্য।
প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর এবং কমলা হ্যারিসকে সমর্থন জানানোর পরই কমলার জনপ্রিয়তা বেড়েছে। রয়টার্স/ইপসোসের জরিপে দেখা গেছে কমলা হ্যারিস ট্রাম্পের চেয়ে দুই (৪৪-৪২) পয়েন্টে এগিয়ে আছেন।
গত সপ্তাহে যে জরিপ চালানো হয়েছিল সেটিতে বাইডেন ট্রাম্পের চেয়ে দুই পয়েন্টে পিছিয়ে ছিলেন। নতুন জরিপটি চালানো হয়েছে সোমবার এবং মঙ্গলবার। এর আগে ১৫-১৬ জুলাইয়ের জরিপে ট্রাম্প এবং হ্যারিসের পয়েন্ট সমান সমান ছিল। আর ১-২ জুলাইয়ের জরিপে ট্রাম্প এক পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিলেন।
তবে ট্রাম্পের নির্বাচনী প্রচারণা ক্যাম্পেইনের এক কর্মী বলেছেন, জরিপে কমলা হ্যারিস এগিয়ে থাকার অর্থ এই নয় যে তার জনপ্রিয়তা বেড়েছে। মূলত গত কয়েকদিন ধরে তিনি মিডিয়ার কাভারেজ পাওয়ায় তার পয়েন্ট বেড়েছে।
গত মাসে ট্রাম্পের সঙ্গে একটি বিতর্কে অংশ নেন বাইডেন। ওই বিতর্কে শোচনীয়ভাবে পরাজয় হয় প্রেসিডেন্ট বাইডেনের। এরপরই প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে যেতে তার উপর চাপ বাড়তে থাকে। অবশেষে গত রবিবার তিনি সরে যাওয়ার ঘোষণা দেন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি নিজের সমর্থন জানান। সূত্র: রয়টার্স

Related Articles

Leave a Reply

Back to top button