বিনোদন

আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না: শাকিব

সাধারণ ছাত্র-ছাত্রীদের ওপর হামলার প্রতিবাদের সরব হয়েছেন বিনোদন অঙ্গনের তারকারা। তবে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ছিলেন নিশ্চুপ। এবার তিনিও সামাজিক মাধ্যমে চলমান কোটা আন্দোলন ইস্যুতে সরব হলেন। প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না বলে সরব হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা।
আজ (১৭ জুলাই) নিজের ফেসবুকে ছাত্র-ছাত্রীদের ওপর হামলার বিষয়টি শাকিব খান লিখেছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।
এরপর লেখেন, আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইলো এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।
নেটিজেনদের অনেকে শাকিবের পোস্টের মন্তব্যের ঘরে মত প্রকাশ করেছেন। কেউ ধন্যবাদ জানিয়েছেন অভিনেতাকে। একজন লিখেছেন, আমাদের কিং খানের মন মানসিকতা দেখে অনেক ভালো লাগল। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অন্য একজন লিখেছেন, একজন প্রকৃত মানবিক মানুষের পরিচয় দিয়েছেন।
আরেক নেটাগরিক কিং খানকে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, আমাদের কষ্টটা বুঝতে পারার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলমান আন্দোলন নিয়ে শাকিবের প্রতিক্রিয়ার অপেক্ষায় ছিলেন উল্লেখ করে একজন লিখেছেন, ধন্যবাদ তুফান, আপনার মেসেজের অপেক্ষায় ছিলাম।
চলমান এ ইস্যু নিয়ে কথা বলেছেন তারকাদের আরও অনেকে। সিয়াম আহমেদ, অপু বিশ্বাস, বুবলী, পরীমণি, পূজা চেরি, তমা মির্জা, সালমান মুক্তাদির, তাসরিফ খান, শিরোনামহীন ব্যান্ডের দলনেতা জিয়াউর রহমানসহ অনেকে।

Related Articles

Leave a Reply

Back to top button